নিজস্ব প্রতিনিধি – বলিউডে তৈরি হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। সম্প্রতি সৌরভ নিজেই ঘোষণা করেছেন এই খবর। এরপর থেকেই ছবির অভিনেতা অভিনেত্রীদের নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে নেটমাধ‍্যমে। শোনা যাচ্ছে ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সৌরভের বায়োপিকের জন্য। সৌরভের সম্ভাব্য চরিত্রাভিনেতা হিসাবে উঠে আসছে রণবীর কাপুরের নাম। ছবিতে সৌরভ হওয়ার দৌড়ে নাকি তিনিই সবথেকে এগিয়ে আছেন। পছন্দের তালিকায় অবশ্য রয়েছে আরো একজন অভিনেতা, তিনি হৃতিক রোশন। তবে এখনো নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

Loading