শান্তি রায়চৌধুরী:  করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত অধিকাংশ দেশের দর্শকেরা, যে দেশ গুলোতেও দেখার সুযোগ পেয়েছে সেটাও খুব সীমিত সংখ্যক। তবে টেলিভিশনে খেলা দেখায় আরও আকর্ষণীয় করে মাঠে বসে দেখার অনুভূতি দিতে চাইছে আইসিসি। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুক্রবার প্রথম রাউন্ডের খেলা শেষে শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মূল পর্বের খেলা। মূলত আজ থেকেই শুরু হচ্ছে আসল বিশ্বকাপ, সেই অনুভূতি দিচ্ছে আয়োজক ও ব্রডকাস্টার স্টার স্পোর্টসের উদ্যোগ দেখেও।

দর্শকেরা সামনে বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতে সম্প্রচারে নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস, স্টার ও ডিজনির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দলের তৈরি করা নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পাবে ক্রিকেট বিশ্ব। সম্প্রচারে নতুনত্ব আনতে বেশকিছু প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে। তার মধ্যে অন্যতম অ্যানালিটিক্সের নতুন টুল, নতুন ক্যামেরা টেকনলজি, ইমার্সিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স, প্রি এবং পোস্ট শোয়ের জন্য ভার্চুয়াল এবং অটোমেটেড সেট সহ বেশকিছু উদ্যোগ। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে রোবোটিক স্ট্যাটিসটিক্স জিনিয়াস ‘ক্রিকো, অটোমেটিক ক্যামেরা পজিশনিং, প্রযুক্তির দ্বারা ফিল্ডিং পজিশান পর্দায় তুলে ধরা থেকে সুপার স্লো-ছেলেমোশন রিপ্লে, সবই দেখতে পাওয়া যাবে। যা নতুন একটা অভিজ্ঞতা দিবে টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকদের।

Loading