সুখশান্তির ঘরোয়া টোটকা
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
একটি তুলসীপাতা মধু মাখিয়ে যেকোনো শিবলিঙ্গে (কালো) পরপর ১১টি সোমবার অর্পণ করলে যেকোনো খারাপ সম্পর্ক ভালো ও সুদৃঢ় হয়।
যেকোনো কঠিন রোগে শয্যাশায়ী ব্যক্তির কোনো ওষুধ কাজ না করলে ব্যক্তিটির মাথার বালিশের নীচে একটি তামার পয়সা রেখে দিয়ে (রাত্রি বেলা) পরদিন সকালে পয়সাটি কোনো শ্মশানে কোনো ব্যক্তির চক্ষুর আড়ালে ফেলে দিতে হবে। এর ফলে ব্যক্তির শারীরিক সুস্থতা বৃদ্ধি হবে ও ওষুধ কাজ করা শুরু করবে।
142 total views, 2 views today