সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ৬ জুন – ১২ জুন ২০২১
এক পাঁচ সাত দশ যদি শুভ রয়
জ্ঞান ও কের্মর দ্বারা তার জীবন সুখের হয়
রাশিফলের সঙ্গে জন্মছক মিলিয়ে দেখো
সাবধানে সতর্ক থেকে অশুভত্ব করো জয়
মেষ – অর্থ ও খ্যাতিলাভের সম্ভাবনা। বন্ধুত্বে আনন্দ লাভ। সম্পদ বিষয়ে মানসিক চিন্তা। গৃহে শুভ কের্ম বাধা। দেহে আঘাত যোগ। হীনবুদ্ধিতা ও অর্থনাশ পরিলক্ষিত
বৃষ – স্বাস্থ্য মন্দ যোগ। পেটের পীড়া ভোগ দেখা যায়। অর্থ কিছু হাতে এলেও চিন্তামুক্ত হতে পারবেন না। দাম্পত্য কলহ যোগ। সন্তান বা ভাইবোনের জন্য সংসারে অশান্তি। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
মিথুন – কর্মে উৎসাহ বৃদ্ধি। অর্থ লাভ বা সম্মানলাভ যোগ। কটু বাক্য ব্যয়ে সংসারে অশান্তি। সন্তানের ভবিষ্যতে পরিকল্পনা। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।
কর্কট – ব্যবসায় শুভ যোগ। কর্মে সম্মান বৃদ্ধি। গুপ্ত শত্রুতার যোগ রয়েছে। বন্ধুত্বের দ্বারা কঠিন সমস্যার সমাধান। দুর্ঘটনা এড়িয়ে চলুন। সংসারে ব্যয় ভার বৃদ্ধি পাবে। অশান্তি দেখা দিতে পারে।
সিংহ – মানসিক ক্লেশ বৃদ্ধি। কর্মে শুভযোগ। দ্রব্যলাভ যোগও ঘটতে পারে। প্রেমে অশুভ ভাব দেখা যায়। ভুল বোঝাবুঝিতে সম্পর্ক নষ্ট। স্বাস্থ্য মন্দ যাবে না।
কন্যা – শত্রুগণ পরাজিত হবে। ব্যবসায় কিছু সমস্যা দেখা যায়। শরীর বেশ একটা ভালো যাবে না। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। নব প্রকল্পে বাধা পরিলক্ষিত হয়।
তুলা – বহুদিনের চেষ্টায় কার্য সিদ্ধি। অর্থলাভ মন্দ নয়। গৃহে শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। প্রেমে কিঞ্চিৎ মনোমালিন্য। দাম্পত্য কলহ অসম্ভব নয়। নিজ স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন।
বৃশ্চিক – উদ্বেগ বৃদ্ধি পাবে। গৃহে অতিথির আগমন দেখা যায়। অর্থাগমের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সামান্য ভুলের জন্য অসম্মানিত হতে হবে। প্রিয়জনের সঙ্গে ঝা্মেলা এড়িয়ে চলুন।
ধনু – পূের্বর কোনো হীন কর্মের জন্য দন্ডভোগের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আশাহত হবার যোগ রয়েছে। প্রেমে ঝামেলা পরিলক্ষিত। সম্পদ বিষয়ে ঝামেলা দেখা যায়। সামাজিক মানহানী থেকে সাবধান।
মকর – আয়ভাব বৃদ্ধি পাবে। গৃহে বন্ধু সমাগম। মানসিক অশান্তি থেকে যায়। ব্যবসায় চিন্তা বৃদ্ধি। প্রেমে ভোকাট্টা হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্য মন্দ ভাব পরিলক্ষিত।
কুম্ভ – মিথ্যা অপবাদ আপনার কপালে নাচছে। সতর্ক হবার চেষ্টা করুন। অহেতুক গৃহে অশান্তি বা দাম্পত্য বিবাদ দেখা দিতে পারে, স্বাস্থ্য মন্দ নয়, গুরুজনের বিয়োগ অসম্ভব নয়।
মীন – ব্যয়ভার বৃদ্ধি পাওয়ায় চিন্তার কারণ দেখা যায়। কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা। মনের আশা পূরণ হতে পারে। কিছু শুভ যোগ পরিলক্ষিত। ভবিষ্যৎ পরিকল্পনা শুরু হতে পারে। শরীর ঠিকঠাক থাকবে। পিতা-মাতার শারীরিক বিষয়ে চিন্তার কারণ আছে।