সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল- ৪-১০ এপ্রিল ২০২১

দুঃখ সকলের জীবন ভরা, সুস্থ্য থাকাই কাম্য

সৎ কর্মে ও ধর্মাচরণে জীবন হয় সুখে ধন্য

মেষ – গৃহ সংস্কার। ক্রীড়ায় সাফল্য লাভ। মনেতে আশার সঞ্চার। কর্মে সাফল্যলাভ। প্রতিযোগীতায় সাফল্য যোগ। শুভ সংবাদ লাভ। গৃহ পরিবর্তন। চক্ষুপীড়ায় ভোগ দেখা যায়।

বৃষ – নিকট ব্যক্তির সহযোগীতা লাভ। ভোগেচ্ছা। মাতৃ আর্শীবাদ প্রাপ্তি। অসৎ কর্মে সম্মানহানী। সাহিত্য, শিল্পে সম্মান লাভ। ভ্রমণ যোগ। দ্রব্য লাভ পরিলক্ষিত।

মিথুন – দাম্পত্য কলহযোগ। বিপদ এড়িয়ে চলুন। বিরহ। জনহিতকর কাজে উন্নতি। ক্রোধের বশিভূত হয়ে ক্ষতির সম্ভাবনা। মাতার স্বাস্থ্যহানী যোগ দেখা যায়। উদরপীড়া ভোগ।

কর্কট – বন্ধুবিচ্ছেদের সম্ভাবনা। সদানন্দ ভাব। ভ্রমণ যাত্রায় বিঘ্ন। ভোগ বিলাসের ইচ্ছা। আত্মীয় বিয়োগে শোকাহত। নব প্রচেষ্টা। কর্মে পরিবর্তন  যোগ।

সিংহ – গুরুজনের স্বাস্থ্যহানী। দেহে আঘাত লাগার সম্ভাবনা। প্রেমে হতাশা। ভ্রাতৃ বিরোধ এড়িয়ে চলুন। চিকিৎসাবিদ্যায় শুভ যোগ। সঞ্চয়ের ইচ্ছা। নৈতিক অবনতির যোগ রয়েছে।

কন্যা – অসাধুতায় দন্ডলাভ। গৃহে বিপর্যয়। কর্মে শুভ যোগ। মোকর্দমায় ব্যয় যোগ। ব্যবসায় অস্থিরতা। অধিক লাভের জন্য প্রতারিত হতে পারেন। বাতপীড়া বা বাতরোগে কষ্টভোগের সম্ভাবনা দেখা যায়।

তুলা – কর্মে শুভযোগ। নেতৃত্ব লাভের ইচ্ছা। ব্যবসায় ব্যস্ততা। অবৈধ প্রেম থেকে বিরত থাকুন। শক্তি বৃদ্ধি। উচ্চস্থান থেকে পতনের ভয়। প্রেম বিষয়ে সচেতনতা অবলম্বন করুন।

বৃশ্চিক – মানসিক কষ্ট। গৃহে উৎপাত বৃদ্ধি। দাম্পত্য জীবনে উৎফুল্লতা। গৃহে চুরি বা অগ্নি সংযোগ থেকে সাবধান থাকুন। কন্ঠ পীড়া থেকে সাবধানে থাকা প্রয়োজন।

ধনু – আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য। গৃহ সংসারে ব্যয়বৃদ্ধি যোগ। নিকট ব্যক্তি হতে সম্পদ লাভ যোগ। সন্তানের উন্নতিতে গর্ববোধ।

মকর – প্রবাস যাত্রার সম্ভাবনা। আর্থিক বিষয়ে কিঞ্চিত কষ্ট।  নূতন সুযোগ লাভ। অর্থাগমে বিঘ্ন দেখা দিতে পারে। পথে চলতে সাবধান হন।

কুম্ভ – সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন। মনেতে প্রেমভাব বৃদ্ধি পাবে। তবে পরকীয়া থেকে বিরত থাকুন। কর্মপ্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে।

মীন – বিলাসিতা ভোগ। গৃহে আত্মীয় সমাগম। হীন বুদ্ধির জন্য সম্মান হানী। হঠাৎ করে ব্যয়বৃদ্ধি। সন্তানের জন্য মানসিক কষ্ট। বন্ধুর সহযোগীতায় বেশ কিছু সমস্যার সমাধান।

Loading