সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
৭ মার্চ – ১৩ মার্চ ২০২১
মেষ – কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। ব্যবসার ক্ষতির সম্ভাবনা। গৃহে কলহের সূচনা। বিবাহের যোগাযোগ। আধ্যাত্মিকতায় উদ্দেশ্য সিদ্ধি।
বৃষ – গৃহ সমস্যার সমাধান। প্রেমে বিরহ যোগ। নিকট বন্ধু বিশ্বাসঘাতকতা করতে পারে। বিদ্যায় উন্নতি যোগ।
মিথুন – মামলা এড়িয়ে চলুন। সঞ্চয়ের চিন্তা বৃদ্ধি। হিতৈষীর সহানুভূতী লাভ। ব্যবসায় শুভ ফল যোগ।
কর্কট – কর্মব্যস্ততা। ভ্রাতৃবিরোধ। দেহে আঘাত যোগ। বিবাদ এড়িয়ে চলুন। নিঃসঙ্গ যোগ রয়েছে।
সিংহ – পিত্তরোগে কষ্টভোগ। দাম্পত্য অশান্তি। প্রতিযোগিতায় সাফল্য। তীর্থভ্রমণে শান্তি লাভ।
কন্যা – পুরষ্কার প্রাপ্তি যোগ। গৃহে শুভ অনুষ্ঠান যোগ। সমাজসেবায় উন্নতি। গীতবাদ্যানুরাগ পরিলক্ষিত।
তুলা – মানসিক বিষন্নতা। পরিশ্রম বৃদ্ধি। রাজনীতিতে সাফল্য। ভোগ বিলাস পরিলক্ষিত।
বৃশ্চিক – ব্যয় বৃদ্ধি। প্রবাস যাত্রার সুযোগ আসতে পারে। প্রতারিত হওয়া থেকে সাবধান হন। অপমানিত হওয়ার যোগ রয়েছে।
ধনু – মনে বিতৃষ্ণা ভাব বৃদ্ধি পাবে। টাকাপয়সার অভাব দেখা যায়। কাজে অনীহা যোগ। বুদ্ধির ভুলে সমপদ ক্ষয়। ব্যভীচারী মনোভাব বৃদ্ধি পাবে।
মকর – প্রেমে আনন্দ লাভ। শান্তিক্ষয়। দূর ভ্রমণ এড়িয়ে চলুন। দ্রব্যক্ষতির সম্ভাবনা। গৃহে বিবাদের সূচনা পরিলক্ষিত।
কুম্ভ – গৃহে চুরির সম্ভাবনা। অর্থাভাব। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। বিলাসিতাও বৃদ্ধি পাবে।
মীন – দান কাজে অর্থ লাভ। সংঘের্ষ আহত হওয়ার সম্ভাবনা। আয় ভাব বৃদ্ধি পাবে। বুদ্ধিভ্রমে ভবিষ্যৎ নষ্ট।