সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ২৫ জুলাই – ৩১ জুলাই ২০২১
খুঁটির জোরে টেকে ঘর
কুন্ডলিনী শক্তির তান্ত্রিকের জোর
ফাঁকি দিলে ফাঁকে পড়বে
অকালে ভূমিতে গড়াবে
নীলা বলে অল্পবিদ্যার অহংকার
জীবনে অবনতি, পরিশেষে ছারখার
মেষ – দ্রব্যহানী যোগ, গৃহে বন্ধু সমাগম। কর্মের শুভযোগ। কলহে ক্ষতির সম্ভাবনা। আধ্যাত্মিকতায় উন্নতি। বিদ্যায় শুভ ভাব। তীর্থ ভ্রমণে শান্তি লাভ।
বৃষ – ব্যবসায় শুভ যোগ। চাকুরিতে মান বৃদ্ধি। অচেনা ব্যক্তি হতে সাবধানে থাকুন। দাম্পত্যে প্রীতিভাব বজায় থাকবে।গুরুজনের স্বাস্থ্য হানী। দেহপীড়া ভোগ পরিলক্ষিত।
মিথুন – ব্যয়ভাব বৃদ্ধি পাবে। গৃহে সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে যশ লাভ। বন্ধু লাভ। প্রেমে উন্নতি। উ্চ্চশিক্ষার সুযোগ লাভ। পিতামাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা।
কর্কট – গৃহে সামান্য কারণে সমস্যা দেখা দেবে। মামলা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ব্যর্থতা যোগ। কর্মক্ষেত্রে বিশেষভাবে মনোনিবেশ করুন। প্রেমে অশান্তি। দেহে আঘাত যোগ দেখা যায়।
সিংহ – ব্যর্থতায় মানসিক কষ্ট। জীবন সম্পের্ক হতাশ ভাব দেখা যায়। মনকে শক্ত করুন, সুসময় আসবে। বন্ধুর সহায়তা লাভ। ব্যয়ভাব বৃদ্ধি পাবে। পেটের রোগের ভোগ দেখা যায়।
কন্যা – প্রতিভার প্রকাশ। পূের্বর শুভ কাজের জন্য পুরষ্কার লাভ। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। দেহে আঘাত যোগ দেখা যায়। ধৰ্ম কর্মে শান্তি লাভ।মামলায় না জড়ানো উচিত।
তুলা – পিতা-মাতার স্বাস্থ্য মন্দ দেখা যায়। অর্থ বিষয়ে শুভ দেখা যায়। পূের্বর অসৎ কাজের জন্য মানসিক ভয়।শত্রু দ্বারা পীড়িত হতে পারেন। সতর্ক থাকুন।
বৃশ্চিক – এই সপ্তাহ বিশেষ সাবধানে থাকুন। মানসিক দুর্বলতা বৃদ্ধি পাবে। প্রেমে মতবিরোধ দেখা দেবে। দাম্পত্য কলহ পরিলক্ষিত। অহেতুক চিন্তা বর্জন করুন।স্বাস্থ্য মন্দ পরিলক্ষিত।
ধনু – কর্মক্ষেত্রে সম্মনহানী যোগ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখা যায়। গৃহে সমস্যা বৃদ্ধি পাবে। পত্নীর হীনবুদ্ধিতার কারণে অর্থক্ষয় দেখা যায়। সামান্য কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়।
মকর – কর্মক্ষেত্রে নতুন সুযোগ লাভ। ব্যবসায় নতুন যোগাযোগ। গৃহে বন্ধু সমাগম। শুভ অনুষ্ঠানযোগ পরিলক্ষিত। অযথা ঝামেলায় জড়াবেন না। পিতা-মাতার স্বাস্থ্যহানী যোগ। আত্মীয় বিয়োগের সম্ভাবনা দেখা যায়।
কুম্ভ – গৃহে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। শরীরে অলসতা যোগ, ব্যবসায় চিন্তা বৃদ্ধি। ব্যবসায় নানা বাধার যোগ রয়েছে। গৃহ পরিবেশ বেশ তপ্ত হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন।
মীন – কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। বিলাসিতা বৃদ্ধি পাবে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা-ভগিনীদের সাথে অযথা বিবাদ সৃষ্টি হবে। পত্নীর উন্নত বুদ্ধির সহায়তা লাভ। অধিক চিন্তায় বিপদ দেখা দিতে পারে। আধ্যাত্মিকতায় শান্তির পথ পাবেন।