সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

১৪ ফেব্রুয়ারি – ২০ ফেব্রুয়ারি ২০২১

মেষ – শুভ সংবাদে আনন্দ লাভ। সঞ্চয়ে বিঘ্ন। কর্মক্ষেত্রে উন্নতি যোগ বিদ্যায় উন্নতি। প্রলোভনে ক্ষতি। গৃহে দ্রব্য চুরি যাবার সম্ভাবনা।

বৃষ – পরীক্ষায় সাফল্য লাভ। রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন আবশ্যক। প্রেমে আশা পূরণ। চক্ষুরোগের যোগ। কর্মক্ষেত্রে আনন্দ লাভ সম্ভব। বন্ধু বিরোধ পরিলক্ষিত।

মিথুন – আর্থিক অনটন বৃদ্ধি। প্রাপ্তিতে বাধা যোগ। অর্থ সমস্যায় গৃহে অশান্তি। প্রতিভার বিকাশ। পিতার মাধ্যমে সমস্যার সমাধান।

কর্কট – প্রেমের যোগ। ভ্রমণের পরিকল্পনা। আত্মীয় বিরোধের সম্ভাবনা। কর্মে চাপ বৃদ্ধি। ত্যাগ স্বীকারে শান্তি লাভ।

সিংহ – কর্মক্ষেত্রে উন্নতির যোগ। শারীরিক ক্লেশ বৃদ্ধি। অপব্যয় ভেবে বিনিয়োগ করুন। বিদ্যালাভে বিঘ্ন দেখা যায়। প্রেমে নৈরাশ্যযোগ।

কন্যা – পারিবারিক সমস্যার সমাধান। মন্ত্র দ্বারা ক্ষতির সম্ভাবনা। অলসতায় ব্যবসার ক্ষতি। রমনীপ্রীতি। পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ।

তুলা – ভুল কাজে অনুশোচনা। পারিবারিক অশান্তি যোগ। আর্থিক মিশ্র ফলদায়ক। কর্মক্ষেত্রে অস্থিরতা। পত্নির সহযোগিতায় চিন্তা মুক্তি।

বৃশ্চিক – ব্যবসায় শুভ যোগাযোগ। সঞ্চয়ের সুযোগ লাভ। স্বরস্বতীর আশীর্বাদ লাভ। প্রেমপ্রীতি সঙ্গে অসৎ সঙ্গে ক্ষতির সম্ভাবনা।

ধনু – ব্যয়াধিক্য। অন্ধ স্নেহে ক্ষতির সম্ভাবনা। মানসিক উৎসাহ বৃদ্ধি। পরিণয়ে শুভযোগ পরিলক্ষিত। পাকস্থলীর রোগ ভোগ। মনেতে দ্বীধাগ্রস্থ ভাব পরিলক্ষিত।

মকর – কর্মে সুনাম বৃদ্ধি। পদমর্যাদা বৃদ্ধি। স্বাস্থ্য উন্নতি। সাহিত্যচর্চায় উন্নতি। পরিশ্রম বৃদ্ধি।

কুম্ভ – অর্থ ও যশ লাভ। যানবাহন হতে বিপদ এড়িয়ে চলুন। সৎকর্মে অর্থ ব্যয়। ব্যবসায় আয় বৃদ্ধি। দাম্পত্যে ভাগ্যান্নতি দেখা যায়।

মীন – জ্বরাদি পীড়া ভোগ। মনেতে প্রেম বৃদ্ধি। দাম্পত্য কলহের অবসান। অর্থাগম। মানসিক শান্তি লাভ। গৃহে দ্রব্য ক্ষতির সম্ভাবনা। আধ্যাত্মিক পথে উদ্দেশ্য সিদ্ধি।

Loading