সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ১১ জুলাই – ১৭ জুলাই ২০২১
অন্তরে রয়েছেন কালী, মস্তকে রয়েছেন ধ্যানরত শীব
জাগো নীলাকুন্তলিনী শক্তি দেহ বিজ্ঞানময়
তাঁদের মিলনে মানব জীবন হবে ধন্য
নানা দুখের মাঝে জীবন সুখময়
মেষ – কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি। কাজে নানা বাধা দেখা দেবে। এখন শুভ কর্ম না করাই ভালো। নতুন ব্যবসার চিন্তার কারণ রয়েছে। পারিবারিক দ্বন্দ্ব থেকেই যায়। অর্থক্ষয়ের সম্ভাবনা রয়েছে।
বৃষ – গৃহে বিবাদ এড়িয়ে চলুন। নতুন কাজের সূচনা হবে। গুহ্য রোগে কষ্টভোগ। মাঝে বিষন্নতা দেখা দেবে। শেষের দিকে আনন্দ সংবাদ প্রাপ্তি যোগ পরিলক্ষিত।
মিথুন – মানসিক অস্থিরতা ও ক্রোধ বৃদ্ধি। ব্যবসায় শুভ যোগাযোগ। ঠান্ডা লাগা হতে সাবধানে থাকুন। পত্নীর স্বাস্থ্য হানীর সম্ভাবনা দেখা যায়। উত্তেজনা বর্জন করুন।
কর্কট – কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। ব্যবসায় নতুন সংযোগ। গৃহে শুভ অনুষ্ঠান যোগ। দাম্পত্য প্রীতি ও আনন্দ লাভ পরিলক্ষিত।
সিংহ – শুভ যোগাযোগ ও ব্যবসায় শ্রীবৃদ্ধি। গৃহে দ্রব্য ক্ষয়ের সম্ভাবনা। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। সাবধানতা অবলম্বন করুন। প্রেমে বাধা বা অস্থিরত দেখা দেবে।
কন্যা – মনেতে প্রেম ভাব বৃদ্ধি পাবে। ব্যবসায় নানা জটিলতা বৃদ্ধি। গৃহে ঝামেলা ও দাম্পত্য কলহ যোগ দেখা যায়। স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুপাশ যোগ রয়েছে।
তুলা – ভ্রমণের পরিকল্পনা দেখা যায়। প্রেমের নৌকা পাহাড় দিয়ে যাবার অবস্থা। কর্মক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা। নতুন ব্যবসায় সুযোগ লাভ। স্বাস্থ্য মন্দ যাবে না।
বৃশ্চিক – মনেতে ভীতি ভাব। প্রেমে তৃতীয় ব্যক্তি বাধার সৃষ্টি করবে। দাম্পত্য কলহ বৃদ্ধি। হীন বুদ্ধির কারণে কর্মক্ষেত্রে সম্মানহানী যোগ। শত্রু দ্বারা জড়িত হতে পারেন। পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিঞ্চি চিন্তা দেখা দেবে।
ধনু – কিছু ঝামেলার সন্মুখীন হবেন। গৃহে শান্তি বজায় রাখুন। আপনার অপ্রীয় বাক্যের জন্য অন্যের মনকষ্ট দেখা যায়। কর্মক্ষেত্রে যশ লাভ। ব্যবসা মোটেই ভালো যাবে না। বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
মকর – ব্যয় ভাব বৃদ্ধি পাওয়ার জন্য ঋণ গ্রস্থ হতে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগী হওয়ার চেষ্টা করুন। প্রতারিত হবার থেকে সাবধানে থাকুন। কারো মিষ্টি কথায় না ভোলায় ভালো। স্বাস্থ্য মন্দ যাবে না।
কুম্ভ – গৃহে দ্রব্য ক্ষয়ের সম্ভাবনা দেখা যায়। প্রেমের বিষয়ে শুভ যোগাযোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় সাফল্য লাভ। ব্যবসায় বা চাকুরীতে শুভযোগাযোগ দেখা যায়। পায়ে পীড়ায় কিঞ্চিত কষ্টভোগ হতে পারে
মীন – সম্পদ বিষয়ে শত্রুতা বৃদ্ধি। অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বেশ কিছু অর্থযোগ পরিলক্ষিত। প্রেম বিষয়ে সাবধান হোন। কোনো তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য কলহ দেখা যায়। ঠান্ডা লাগা বা জ্বরপীড়ায় কষ্টভোগ দেখা যায়।
198 total views, 4 views today