নিজস্ব প্রতিনিধি – দুর্গাপুজোর তিন দিন অর্থাৎ সপ্তমী থেকে নবম অতিরিক্ত একঘন্টা মেট্রো চলবে। এই তিন দিন নর্থ-সাউথ করিডোরে দর্শনার্থীদের যাতায়াতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে মেট্রো জেনারেল ম্যানেজার মনোজ জোসি বলেছেন, করণা বিধি মেনে স্রেফ স্মার্ট কার্ডের মাধ্যমে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চলবে। এই মুহূর্তে রাত সাড়ে নটায় শেষ মেট্রো পাওয়া যাচ্ছে। পুজোর তিনদিন দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে দশটায়। ওই সময় দিনে দুটি ট্রেনের সময়ের ব্যবধান বাড়বে। তবে সন্ধ্যার পর ঘনঘন মেট্রো চলবে।