নিজস্ব প্রতিনিধি – **বৃহস্পতিবার থেকে দাম কমল পেট্রোল-ডিজেলের। পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমাল কেন্দ্র। ভ্যাট কমাক রাজ্যও, আবেদন কেন্দ্রের। তবে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল বিজেপি শাসিত সাত রাজ্য। লিটারপ্রতি আরও ৭টাকা দাম কমাল গুজরাত, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর। পেট্রোলে ২ টাকা ভ্যাটে ছাড় উত্তরাখণ্ডের।

**নভেম্বরেই ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচে  ইডেনে। ম্যাচের টিকিটের দাম সাড়ে ৬০০ টাকা থেকে দেড় হাজার টাকা। ২১ নভেম্বর ইডেনে খেলা।

**কালীপুজোর সময়  চিন্তা বাড়ল রাজ্যে। এক লাফে ফের ৯০০-এর কোঠায় পৌঁছে গেল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। এ নিয়ে  রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪ জন।

Loading