অবিলম্বে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। এই দাবিতে সোমবার সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেয় একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পুলিশ মিছিল আটকালে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। আটক করা হয়েছে ৫৪ জন বিক্ষোভকারীকে।

পুজোর পর রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি।কালীপুজোর মধ্যে স্কুলগুলিকে ক্লাস নেওয়ার উপযোগী করে তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুলগুলির ভবন সারাইয়ের জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬টা ৪২ মিনিটে আন্দামানে ভূমিকম্প হয়েছে। তীব্রতা ছিল ৪ রিখটার। পোর্ট ব্লেয়ার থেকে ২৮৮ কিমি উত্তর ও উত্তর-পূর্বে মাটির ১৫ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দেশে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩৪৬ জন করোনায় সংক্রামিত হয়েছেন। যা ২০৯ দিনে সর্বনিম্ন। দেশে এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লক্ষ ৫২ হাজার ৯০২টি। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।

পদ্ম শিবিরে ফের ভাঙন! তৃণমূলে যোগ দিতে পারেন আরও এক বিজেপি বিধায়ক। তৃণমূল সূত্রের খবর, ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। আশিসবাবু বর্তমানে কলকাতায় রয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে।

Loading