মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমতি দিল না  বিদেশমন্ত্রক।একটি সংগঠনের আমন্ত্রণে ৬ অক্টোবর রোম সফরে যাওয়ার কথা ছিল তাঁর। এর আগে শিকাগো সফরে যেতেও মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নবান্ন।

আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করায় তৎপর লালবাজার। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল। থাকছেন সিইএসসির প্রতিনিধিরাও। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। পাঁচটি এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২টি দলকে প্রস্তুত রাখা হচ্ছে।

Loading