-
কয়লাকাণ্ডে ইডির সমন খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তার আগে সমন খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।
-
প্রয়াত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা মণিপুরের অনূর্ধ্ব-১৯ দলের কোচ মুর্তাজা লোধগর। তাঁর বয়স ছিল মাত্র ৪৫ বছর। জানা গিয়েছে, অনুর্ধ্ব-১৯ বিনু মাঁকড় ট্রফির জন্য বিশাখাপত্তনমে ছিলেন মুর্তাজা। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর দেহ কলকাতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। মুর্তাজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি।
-
রাজ্যে চালু হচ্ছে গোরুর ‘ব্রুসেল্লোসিস’ রোগের টিকাকরণ কর্মসূচি। তার আগে গোরুর পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া শুরু করল প্রাণীসম্পদ বিকাশ বিভাগ। গোরুর কানে লাগানো হবে হলুদ রংয়ের একটি ট্যাগ। এই ট্যাগে রয়েছে ১২ ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। যার মাধ্যমে গোরু ও মালিকের যাবতীয় তথ্য পাবে প্রশাসন।
-
আইকোর মামলায় এবার রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই। সোমবার তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠানে মানস ভুঁইয়াকে দেখা গিয়েছিল। আইকোর কর্তার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কিনা, কোনও আর্থিক লেনদেন ছিল কিনা, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
-
দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০,৭৭৩ জন। মৃত্যু হয়েছে ৩০৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮,৯৪৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৮,৪৮১। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৪,৪৮,১৬৩। মৃত্যু হয়েছে ৪,৪৪,৮৩৮ জনের। সুস্থ হয়েছেন ৩,২৬,৭১,১৬৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,৩২,১৫৮
সংক্ষেপে কলকাতার পুজো পরিক্রমা:
-
উল্টোডাঙ্গা বিধান সংঘ:
-
উল্টোডাঙ্গা বিধান সংঘের পূজো ৫৩ বছরে পা দিয়েছে। এ বছরের পুজোর থিম ‘কাঁটাতার’ । এই থিমে যেমন একদিকে কান্না রয়েছে, আবার অন্যদিকে রয়েছে আনন্দ উদযাপন। রয়েছে দুই দেশের মেলবন্ধনের কথা।
-
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব:
-
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পূজো এবার পা দিয়েছে ৫৯ তম বর্ষে। ক্লাবে থিমের নাম ‘অংকুর’। তাদের দুর্গা মূর্তি তে এবছর থাকছে সবুজায়নের ছোঁয়া। আমাজন জঙ্গল পুড়ে গিয়েছিল। যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। সেই বার্তাকেই তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে।
-
হরিদেবপুর ৪১ পল্লী পুজো:
-
হরিদেবপুর ৪১পল্লী পুজো মানেই অভিনবত্বের ছোঁয়া। এবারে তাদের থিম ‘মায়ের ছোঁয়া’। বাড়িতে মায়েদের ব্যবহৃত প্রতিটি জিনিসের দেখা মিলতে চলেছে ৪১ পল্লীর পুজোমণ্ডপে ।কৃষ্ণনগর থেকে আসছে মায়ের মূর্তি ।শাখা -পলা থেকে শুরু করে যাবতীয় মায়ের ব্যবহৃত সামগ্রী এখানের পুজোমণ্ডপে তৈরিতে ব্যবহৃত হয়েছে । এছাড়া মন্ডপ শয্যায় স্থান পেয়েছে পিংলার অতিপরিচিত পট শিল্প।
-
বালিগঞ্জের ‘২১ পল্লী’ দুর্গাপুজো:
-
এদের পুজো এবার ৭৫ বছরে পড়েছে। ৭৫ বছরের বাংলার এক প্রাচীন শিল্পকে তুলে ধরা হবে মণ্ডপে। এক পুতুলের শিল্প তুলে ধরা হচ্ছে মণ্ডপে। যা প্রায় হারিয়ে যেতে বসেছে বলে দাবি পুজো ক্লাবের কর্মকর্তাদের। প্রায় ১০ হাজার ছোট ছোট পুতুল তৈরি করেছেন শিল্পীরা।।