নিজস্ব প্রতিনিধি – শুক্রবারের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় পর্যায়ে ক্ষমতাসীন বিজেপি বিরোধী দলগুলোকে একত্রিত করার লক্ষ্যে এই ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি ছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং কংগ্রেস-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া শরদ পাওয়ারসহ বিজেপি বিরোধী প্রথম সারির প্রবীণ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে শুক্রবারে বৈঠকে। মঙ্গলবার (১৭ আগস্ট) দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন জানান, শুক্রবারের ঐ বৈঠকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যোগ দেবেন।