নিজস্ব প্রতিনিধি – বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র আরো জানায়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চরম অর্থনৈতিক সংকটের ফলে খাদ্যের অভাব দেখা দিয়েছে। শীতের রাতে তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিপদে পড়েছে সেখানকার মানুষরা বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা। দেশটিতে এবছরের শেষ নাগাদ প্রায় ৩.২ মিলিয়ন শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগস্টের মাঝামাঝি সময়ে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার পর, আফগানিস্তানে পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হয়। এ কারণে দেশটিতে দুর্ভিক্ষ ও খরার পূর্বাভাস জানিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।