নিজস্ব প্রতিনিধি – বিখ্যাত হেলথ রিসোর্ট সোনামার্গকে পুরো শীত জুড়ে খোলা রাখার কথা ভাবছে জম্মু-কাশ্মির প্রশাসন। গান্ডেরবার এবং আইবিএনএস এর সূত্রে জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াব্লুমস। এক বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সোনামার্গের কাছে জেড-মোড় টানেল প্রকল্পের অগ্রগতির কারণেই এই শীতকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। ভারী তুষারপাতের কারণে বছরে সাধারণত প্রায় ৪ থেকে ৫ মাস পর্যটকদের আগমন বন্ধ থাকে এই বিখ্যাত হেলথ রিসোর্টে।

বুধবার, (২৮ অক্টোবর) কাশ্মিরের ডিভিশনাল কমিশনার পিকে পোল এক সভায় হেলথ রিসোর্টের সংশ্লিষ্ট অফিসারদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Loading