নিজস্ব প্রতিনিধি – ছয় থেকে সাত বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য লিখিত পরীক্ষা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে চীন। বর্তমানের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং অভিভাবকদের ওপর থেকে চাপ কমানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, প্রাইমারি স্কুলের প্রথম বর্ষ থেকেই পরীক্ষা দিয়ে অভ্যস্থ হয়ে আসছে চীনের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাদের। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষার এই চাপ শিক্ষার্থীদের মানসিক ও স্বাস্থ্যের ওপর মারাত্বক প্রভাব ফেলছে। এক বিবৃতিতে চীনের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, স্কুল শিক্ষার প্রয়োজনীয় অংশ পরীক্ষা। কিন্তু কিছু স্কুলে অতিরিক্ত পরীক্ষা নেওয়ার মতো সমস্যা রয়েছে। যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করে। এটি অবশ্যই ঠিক করতে হবে। সিদ্ধান্তের আলোকে, এখন থেকে প্রাইমারি স্কুলের প্রথম ও দ্বিতীয় গ্রেডের শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার প্রয়োজন নেই। অন্যান্য গ্রেডের ক্ষেত্রে, প্রতি সেমিস্টারে একটি ফাইনাল পরীক্ষার আয়োজন করবে স্কুল কর্তৃপক্ষ। মিড-টার্ম পরীক্ষা নিতে পারবে কেবল জুনিয়র স্কুল। স্থানীয়ভাবে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য আঞ্চলিক বা আন্তঃস্কুল পরীক্ষাও নেওয়া যাবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, এছাড়া জুনিয়র স্কুলে সব ধরনের সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, ইউনিট পরীক্ষাও বন্ধ থাকবে। একাডেমিক গবেষণার নামে কোনো পরীক্ষাও নেওয়া যাবে না।

 100 total views,  2 views today