নিজস্ব প্রতিনিধি – শনিবার ওয়েস্টচেস্টার কাউন্টিতে বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের মেয়ে জেনিফার গেটস নিজের ঘোড়ার খামারেই তার প্রেমিক পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিল গেটস তনয়ার বিয়ে যে রাজকীয়ভাবেই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। গেটস পরিবারের কর্মীরা রাজকীয় এই বিয়ের তোড়জোড় শুরু করেছেন। জেনিফারের পরিবারের কাছ থেকে পাওয়া নর্থ সালেমের ১২৪ একরের খামার সেজে উঠেছে উৎসবের সাজে।

স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার।

 148 total views,  2 views today