আমাদের জীবন নানা ঘাত-প্রতিঘাত, জ্বরাব্যধি, দ্বন্দ্ব, শোক, সমস্যার মধ্যে অতিবাহিত হয় আমরা এইসব সমস্যার কারণ খোঁজার চেষ্টা করি না, সমস্যার সমাধান চাই মাত্র এর ফলে সমস্যা পুনরায় আমাদের জীবনকে যন্ত্রণাময় করে তোলে এইসব সমস্যার কারণ ও সমাধানের বিষয়গুলি নিয়েই ধারাবাহিক ভাবে কলম ধরেছেন  

জ্যোতিষ সাম্রাজ্ঞী

জ্যোতিষবিদ্‌  (কোষ্ঠী বিচার ও কোষ্ঠী তৈরী), হস্তরেখাবিদ্‌, বাস্তুবিদ্‌

যোগাযোগ – 8336099216

চেম্বার : কালীঘাট, বেহালা

 

রোগ ব্যধি, বাস্তুদোষ, অর্থপ্রাপ্তির টোটকা

বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মানুষই রোগ ব্যধিতে জর্জরিত, আর্থিক সমস্যার সন্মুখীন, চাকরি নেই, ব্যবসা মন্দা, বাস্তুদোষে গৃহে শান্তি নেই।  এর থেকে নিস্তার পাওয়া সম্ভব। কি করলে এই চক্রবুহ্য থেকে উদ্ধার পাবেন ?  জেনে নিন কিছু সহজ টোটকা।

গৃহ শান্তির ঘরোয়া সমাধান

  দক্ষিণাবর্ত শঙ্খ

(১) এই শঙ্খ মানুষের জীবনে অতি চমৎকারী প্রভাব বিস্তার করে। এই শঙ্খের পূজার্চনা করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়।

(২) এই শঙ্খ গৃহে সঠিকভাবে প্রতিষ্ঠা করলে অথবা পূজার্চনা করলে সমস্ত রকম বাস্তুদোষ, অশুভ শক্তির বিনাশ ঘটে।

(৩) নানা প্রকার ব্যধির প্রকোপ দূরীভূত হয়।

(৪) ভগবান বিষ্ণুর প্রীয় শঙ্খ হওয়ায় একাদশী অথবা পূির্নমার দিন বৃহস্পতিবার পঞ্চামৃত সহযোগে পূজা করা আবশ্যক।

(৫) এই শঙ্খের প্রভাবে চোখের রোগ, পেটের রোগ উপশম হয়।

(৬) বিদ্যালাভ, অর্থ লাভ এই শঙ্খের প্রভাবে সম্ভব হয়।

(৭) এই শঙ্খ স্থাপন বা প্রতিষ্ঠার কিছু বিশেষ দিন বা প্রতিষ্ঠা মন্ত্র আছে। সেগুলি মেনে প্রতিষ্ঠা করলে এই শঙ্খ খুবই কার্যকর ভূমিকা পালন করে। স্থাপন মন্ত্র ‘‘ওঁ হৃং শ্রীং ক্লীং ব্রুং মূং দক্ষিণাবর্ত শঙ্খায় নমঃ’’

রাশি অনুযায়ী রোগ বিচার

মেষ – পিত্তরোগ, মাথা ব্যথা, লিভার সমস্যা, অ্যানিমিয়া।

বৃষ – বাতরোগ, বদহজম, অর্শরোগ, দাঁতের রোগ।

মিথুন – পিত্তরোগ, বুকের অসুখ, কাশি, ঠান্ডালাগা, রক্তচাপ প্রভৃতি।

কর্কট – কফ, যক্ষ্মা, চোখ, দাঁত, কান প্রভৃতি রোগ।

সিংহ – রক্তচাপ, চোখের রোগ, পিত্তরোগ প্রভৃতি।

কন্যা – বায়ুরোগ, টনসিল, চক্ষুরোগ, প্রস্রাবের নানা রোগ, অর্শরোগ, লিভার, স্নায়বিক রোগ, প্রভৃতি।

বৃশ্চিক – কফ, রক্তচাপ, বদহজম, লিভার প্রভৃতি রোগ।

ধনু – পিত্তরোগ, গ্যাসঅম্বল, বাত, অ্যানিমিয়া, চর্মরোগ অনিদ্রা প্রভৃতি।

মকর – বায়ুরোগ, চর্মরোগ, ঠান্ডালাগা, রক্তচাপ, প্রভৃতি রোগ।

কুম্ভ – টাক, বদহজম, চোখ, অর্শ প্রভৃতি।

মীন – কফ, চোখ, পিত্ত, টনসিল প্রভৃতি রোগ।

বিঃদ্রঃ – অবশ্যই জন্মছক বিচার করে রোগ নির্ণয় করা উচিৎ।

  কোন রোগের জন্য কী রত্ন বা মূল

রবি- চূনী অথবা বিল্বমূল।

চন্দ্র – মুক্তো বা ক্ষীরিকা মূল।

বুধ – পান্না অথবা বৃদ্ধাদারক মূল।

বৃহস্পতি – পোখরাজ অথবা বামনআটি মূল।

শুক্র – হীরা অথবা রামবাসক।

শনি- নীলা বা শ্বেত বেড়েলা।

রাহু – গোমেদ অথবা শ্বেতচন্দন।

কেতু – ক্যাটস আই অথবা অশ্বগন্ধা মূল।

বিঃ দ্রঃ- অবশ্যই জন্মছক বিচার করে এই রত্ন বা মূল ধারণ করা আবশ্যক।

আপনাদের সুসাস্থ্য, আর্থিক ও মানসি উন্নতি কামণা করি।

Loading