আমাদের জীবন নানা ঘাত-প্রতিঘাত, জ্বরাব্যধি, দ্বন্দ্ব, শোক, সমস্যার মধ্যে অতিবাহিত হয়। আমরা এইসব সমস্যার কারণ খোঁজার চেষ্টা করি না, সমস্যার সমাধান চাই মাত্র । এর ফলে সমস্যা পুনরায় আমাদের জীবনকে যন্ত্রণাময় করে তোলে। এইসব সমস্যার কারণ ও সমাধানের বিষয়গুলি নিয়েই ধারাবাহিক ভাবে কলম ধরেছেন
জ্যোতিষ সাম্রাজ্ঞী
জ্যোতিষবিদ্ (কোষ্ঠী বিচার ও কোষ্ঠী তৈরী), হস্তরেখাবিদ্, বাস্তুবিদ্
যোগাযোগ – 8336099216
চেম্বার : কালীঘাট, বেহালা
রোগ ব্যধি, বাস্তুদোষ, অর্থপ্রাপ্তির টোটকা
বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মানুষই রোগ ব্যধিতে জর্জরিত, আর্থিক সমস্যার সন্মুখীন, চাকরি নেই, ব্যবসা মন্দা, বাস্তুদোষে গৃহে শান্তি নেই। এর থেকে নিস্তার পাওয়া সম্ভব। কি করলে এই চক্রবুহ্য থেকে উদ্ধার পাবেন ? জেনে নিন কিছু সহজ টোটকা।
শ্রাবণ মাস ভগবান শিবের মাস। বাবা ভোলা মহেশ্বরের কৃপা লাভ করার জন্য ও রোগব্যধি, গৃহে বস্তুদোষ কাটানো ও অর্থ প্রাপ্তি, শান্তি বজায় রাখার জন্য পারদ শিবলিঙ্গ স্থাপন করলে ও নিত্য পূজা করলে বিশেষ ফল লাভ করা যায়।
(১) ওঁ হৌং পারদেশ্বরায় শিবায় নমঃ
(২) প্রতিদিন বেলপাতা দিয়ে এই শিবলিঙ্গকে পূজা করলে গৃহে বাস্তুদোষ দূরিভূত হয়।
(৩) শ্রাবণ মাসের প্রতি সোমবার এই পারদ শিবলিঙ্গ পূজা করলে সুখ-শান্তি বৃদ্ধি পায়।
(৪) শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
(৫) কালসর্প দোষ থেকে মুক্তি লাভ করা যায়।
(৬) রোগব্যধি প্রশমিত হয়, আর্থিক উন্নতি হয়, গৃহে শান্তি বজায় থাকে।
(৭) পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠার দিন নিয়ে ১৬টি সোমবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে।
(৮) স্থাপন মন্ত্র ঃ- ‘ওঁ হ্রীং নমঃ শিবায় হ্রীং ওঁ’
বিঃদ্রঃ – জন্মছক ও ঘরের পরিমাপ অনুযায়ী পারদ শিবলিঙ্গ স্থাপন করা উচিত।
আপনাদের সুসাস্থ্য, আর্থিক ও মানসি উন্নতি কামণা করি।