নিজস্ব প্রতিনিধি – **আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, আজই যোগ দিতে পারেন বিজেপি নেতা। বিধানসভা ভোটের মাসকয়েক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়।
**দার্জিলিং জেলায় কিছুটা কমল করোনা সংক্রমণ। তবে বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার জেলায় নতুন করে ২০ জন সংক্রামিতের হদিস মিলেছে। শুক্রবার সেই সংখ্যা ছিল ২৫। এদিন শিলিগুড়ি পুরনিগম এলাকায় সংক্রামিত হয়েছেন ৮ জন। শুক্রবার সংক্রামিত হয়েছিলেন ১৬ জন।
**করোনায় সংক্রামিত হয়ে শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজনের নাম বিমলেন্দু দত্ত (৬৮), তিনি জলপাইগুড়ির বাসিন্দা। অপরজন দীপক ভৌমিক (৪৭), বাড়ি শিলিগুড়িতে।