নিজস্ব প্রতিনিধি – সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান নিজের যৌন জীবনের বেশ কিছু গোপন কথা কোনো বিরক্তি ছাড়াই প্রকাশ করেছেন। জোর গলায় তার দাবি, ‘যারা বলেন চল্লিশের কোঠা পেরোনোর পর একজন নারী আরও দুষ্টু হয়ে যান, একেবারেই ঠিক বলেন। আমি সহমত তাদের সঙ্গে! শুধু দুষ্টু নয়, এ সময় অনেক বেশি আকর্ষণীয় এবং আবেদনময়ী হয়ে ওঠেন নারীরা।’ এর পরই বোমাটা ফাটান বিদ্যা। বলে ওঠেন, ‘আসলে মেয়েদের রীতিমতো শেখানো হয়, সঙ্গম ব্যাপারটা আনন্দের জন্য নয়। বয়স বেড়ে চলার সঙ্গে নারীদের অনেক বেশি আকর্ষণীয় লাগার বীজ এই কথাতেই পোঁতা রয়েছে। ঠিক এ কারণেই চল্লিশ পেরোনোর পরই ধীরে ধীরে অনেক বেশি সাহসী আর বেপরোয়া হয়ে ওঠেন নারীরা। কোনো কিছুতেই তেমন ভয় থাকে না তাদের। যৌনতা এবং সঙ্গম যে তাদের জন্য দারুণ আনন্দের, একথা উপলব্ধি করেন নারীরা!’
এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে নায়িকা বলেন, ‘ধরুন আমি। চলিশ পেরোনোর পর মনে হয় যেন বয়স আমার কমেছে। আগে যেমন মানুষ হিসেবে প্রচুর আগল ছিল আমার, সেসব এখন নেই। সিরিয়াস ব্যাপারটাই ভাগিয়ে দিয়েছি।’
বিদ্যা বলেন, ‘যখন কুড়ির কোঠায় ছিলাম তখন স্রেফ স্বপ্নের পেছনে ছুটতাম। তিরিশে এসে ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করা শুরু করেছিলাম। আর এখন চল্লিশ পেরোনোর পর জীবনটাকে চুটিয়ে উপভোগ করছি আর সুন্দরভাবে বাঁচার চেষ্টা করছি।’
ক্যারিয়ারের মধ্য গগণে থাকাকালীন ২০১২ সালের ১৪ ডিসেম্বর ইউটিভি মোশন পিকচার্সের সিইও প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। এর আগে তারা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করছেন এই নায়িকা।
92 total views, 2 views today