নিজস্ব প্রতিনিধি – সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস অফ পার্টিতে অংশ নিতেই গ্লাসগোয়ে গেছেন মোদি। সেখানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অর্ভ্যথনায় ভাসলেন তিনি। জানা গিয়েছে, সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়রা ‘মোদি ভারতের গয়না’ গান গেয়ে স্বাগত জানান। প্রসঙ্গত, তিনদিনের ইতালি সফর শেষে গ্লাসগোয়ে পৌঁছোন নরেন্দ্র মোদি। রবিবার থেকেই সেখানে শুরু হয়েছে কংগ্রেস অফ পার্টিজের পরিবেশ সম্মেলন। এর আগে রোমের ভ্যাটিকানে পোপের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

Loading