শান্তি রায়চৌধুরী:  প্রথম দেখায় মনে হতে পারে কোনো যাদুবলে শূন্যে ভাসছে নৌকা। তবে ভালো করে তাকালে দেখা যাবে আসলে নৌকা নদীতেই চলছে। সেই নদীর জল এতোটাই স্বচ্ছ যে দিব্যি নদীর তলদেশের সবকিছু দেখা যায়।

স্বচ্ছ জলের এই নদীর অবস্থান মেঘালয়ে।  যখন ভারতের যমুনা নদীর দূষণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তোলপাড় চলছে, তখন স্বচ্ছ নদীর এই ছবি মন কেড়েছে নেটিজেনদের।

 ভারতের জনশক্তি মন্ত্রণালয় মেঘালয়ের শিলংয়ের উমঙ্গট নদীর একটি ছবি তাদের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে। বিশ্বের সবচেয়ে পরিষ্কার নদীর মধ্যে অন্যতম।

শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে মেঘালয়ে উমঙ্গট নদীর অবস্থান। দেখে হয় যেন নৌকা বাতাসে ভাসছে। জল খুব পরিষ্কার এবং স্বচ্ছ। আশা করি আমাদের সব নদীই এমন পরিষ্কার থাকুক। মেঘালয়ের জনগণের জন্য শ্রদ্ধা।

Loading