নিজস্ব প্রতিনিধি – প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর পক্ষ থেকে শনিবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মনমোহনের অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল হয়ে পড়ায় বুধবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সী এই কংগ্রেস নেতাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

Loading