শান্তি রায়চৌধুরী : আরেকটি বিশ্বকাপ শুরু হয়েছে। আরেকবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হয়ে আছে। সুপার টুয়েলভসে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। তাই বিশ্বকাপের এই ম্যাচটার দিকে তাকিয়ে সবাই। ইতিমধ্যেই দুবাইয়ে হতে যাওয়া ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। দুই দেশের প্রাক্তনরাও এরই মধ্যে কথার লড়াইয়ে নেমে গেছেন। এই কথার লড়াইয়ে অবশ্য ভারতকেই এগিয়ে রাখছেন সবাই। বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো ভারতের না হারাকে ইঙ্গিত করে প্রাক্তন মারকুটে ওপেনার বীরেন্দর শেবাগ বলেছেন, ‘প্রতিবার বিশ্বকাপের সময় আমরা অনেক কথা শুনি। কিন্তু ফল কী তা সবাই জানি।’ তারই সতীর্থ হরভজন সিংও শেবাগের মতো কোনো রাখঢাক রাখেননি। ম্যাচ শুরুর আগেই পাকিস্তানকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই ভারতীয় অফ স্পিনার। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এখনো পাকিস্তান এগিয়ে। কারণ গোটা পাকিস্তান এবার জেতার জন্য মরীয়া হয়ে রয়েছে। বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা থেকে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার এখন অনেক স্বপ্ন দেখছেন এবার বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাবে। পাকিস্তান অধিনায়ক আজম বাবর ও প্রতিজ্ঞা করেছেন ভারতকে এবার হারাবেনই। শুধু তাই নয়, শোনা যাচ্ছে পাকিস্তান এই যুদ্ধে জিতলে কোন সংস্থা নাকি প্রতিটি খেলোয়ারকে ব্ল্যাংক চেক দেবে। অর্থাৎ যেনতেন প্রকারে এবারের বিশ্বকাপে পাকিস্তান চাইছে যেন পাশার দান উল্টে যায়। এরমধ্যে আবার অনেক পাকিস্তান খেলোয়াড় পাকিস্তানকে নিয়ে কোন আশার আলো দেখতে পাচ্ছেন না। ফল কি হবে তা জানতে আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ১২ বার। একবারও পাকিস্তানের কপালে জয় জোটেনি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। তবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অবশ্য পাকিস্তানের কাছে হেরে শিরোপা স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এদিকে আবার উত্তেজনার ছোঁয়া লেগেছে ব্রডকাস্টার আর বিজ্ঞাপনদাতাদের মাঝেও। সম্প্রচারকারী সংস্থাগুলো এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন বিক্রি করছে না। আগেই প্যাকেজ বিপণন তৈরি করেছে তারা। ফলে ১০ সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য ২০ লাখ টাকা দিয়েও স্পট মিলছে না। ম্যাচ মাঠে গড়াতে এখনো আরও কিছু সময় বাকি আছে। সময় যতই ঘনিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই মাত্রা ছাড়াচ্ছে।