নিজস্ব প্রতিনিধি – টানা একবছর ধরে কৃষক আন্দোলনের মুখে পড়ার পর অবশেষে নতুন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এতে আন্দোলন থামেনি। আনুষ্ঠানিকভাবে আইন প্রত্যাহারের আগ পর্যন্ত বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কৃষকরা। তাছাড়া চাল ও গমের মতো অন্যান্য সব ফসলের ন্যূনতম মূল্য বেঁধে দেওয়ার দাবিতে বিরাট মিছিলও করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২২ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ শহরে হাজার হাজার কৃষক মিছিল করেছেন। বিশিষ্ট কৃষকনেতা জোগিন্দর সিং উগরাহান বলেছেন, আমরা মাত্র অর্ধেক যুদ্ধ জিতেছি।  ন্যূনতম মূল্য নিয়ে আইন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রবিবার মোদীকে উদ্দেশ্য করে এক চিঠিতে কৃষকনেতারা লেখেন, উৎপাদনের খরচের ওপর ভিত্তি করে ন্যূনতম মূল্য নির্ধারণ করতে হবে। সব ফসলের ক্ষেত্রে এমন করতে হবে।

Loading