নিজস্ব প্রতিনিধি – কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পরদিনই শত শত আফগান দেশ ছেড়ে পালাতে হামিদ কারজাই বিমানবন্দরে ভিড় জমিয়েছিল। এক বিমানেই উঠে বসেন ৬৪০ জন। সেই বিমানের যাত্রী ছিলেন আফগান পপ গায়িকা আরিয়ানা সাইদও। তালেবানদের ভয়ে আত্মরক্ষার্থে তিনিও দেশ ছেড়ে গেলেন মার্কিন মুলুকে। দক্ষিণ এশিয়ার দেশটিতে বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানকে দায়ী করেন এ আফগান পপস্টার। এক্ষেত্রে তিনি ভারতের ভূমিকার প্রশংসা করেন। আরিয়ানার মতে, ভারত আমাদের জন্য সবসময় ভালো। তারা আমাদের সত্যিকারের বন্ধু। তারা আমাদের মানুষের প্রতি অত্যন্ত সদয়। আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ।’
110 total views, 2 views today