নিজস্ব প্রতিনিধি – গরমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে ব্রণ অন্যতম। সব বয়সের মানুষই ব্রণ বা ফুসকুড়ি  সমস্যা দেখা দেয়। ব্রণ বা ফুঁসকড়ি সাধারণত গাল, কপাল, কাঁধ, বুক, নাক এবং গলায় হয়ে থাকে। চিকিৎসকরা জানান, হরমোনের পরিবর্তনের জন্য ব্রণের সমস্যা দেখা দেয়। অনেক চেষ্টা করেও বেশিরভাগ মানুষ এর থেকে মুক্তি পান না। এর ফলে ক্রমশ হতাশায় ভুগতে থাকেন। ব্রণের সমস্যা সমাধানের জন্য অনেকেই অনেক ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু তাতে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। জানলে অবাক হবেন যে, আমাদের হাতের কাছে রয়েছে কিছু ঘরোয়া উপায়, যার মাধ্যমে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ব্রণ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো সম্পর্কে-

>> ব্রণের জায়গায় ডিমের সাদা অংশ ব্যবহার করুন। এরপর সেটি শুকাতে দিন। টানা ৪ বার ব্যবহার করুন।

>> সমপরিমান লেবুর রস এবং গোলাপ জল মিশিয়ে ব্রণের জায়গায় ব্যবহার করুন। খুব সহজেই ব্রণের হাত থেকে মুক্তি পাবেন।

Loading