নিজস্ব প্রতিনিধি – যুক্তরাষ্ট্রভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে ২১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ১৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মৃত্যু এখনো পর্যন্ত ৪৪ লাখ ৭২ হাজার ৮৭০ জন। সারা বিশ্বে ৫০৭ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৩৬৩ ডোজ ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, দেশটিতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন। প্রাণ হারিয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৪৭৯ জন। সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে বৃহস্পতি বার পর্যন্ত মৃত্যু ও সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৫ লাখ ৭৭ হাজার ৫৬৫ ও ২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৫৬১ জন। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত কোভিড সংক্রমণের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০। মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫।