নিজস্ব প্রতিনিধি :  বেতন ও বদলির নির্দেশের প্রতিবাদে গতকাল সোমবার রাস্তায় নামেছিলেন বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স ।  এসএসকেএম থেকে বেরিয়ে রবীন্দ্র সদন মোড়ে কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন তাঁরা। এই মহামিছিলের ডাক দিয়েছিল  নার্সেস ইউনিটি ।

নার্সদের বদলির নির্দেশের প্রতিবাদে দু’দিন ধরে এসএসকেএমের  নার্সিং সুপারকে ঘেরাও। হাসপাতাল চত্বরে অনশন। তারপর অবস্থান বিক্ষোভ। একের পর এক কর্মসূচির পর এবার রাস্তায় মহামিছিল, অবরোধে নামল নার্সদের সংগঠন। সোমবার দুপুরে এসএসকেএম থেকে বেরিয়ে রবীন্দ্রসদন চত্বরে এভাবেই প্রতিবাদ জানান বিভিন্ন সরকারি হাসপাতালের কয়েক হাজার নার্স।

 232 total views,  4 views today