নিজস্ব প্রতিনিধি – বিশ্বে প্রথম অলাভজনক শহর হচ্ছে সৌদি আরবে। এমনটাই ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ। ৩.৪ বর্গ মিটারের এই শহরটি হবে সৌদি যুবরাজের দান করা ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়। শহরটির নাম হবে ‘প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি’। সেখানে থাকবে আর্ট থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক কমপ্লেক্ষ, বিজ্ঞানের একটি জাদুঘরসহ অনেক কিছুই। বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের তরুণদের কাজের জন্য এটি হবে বৈশ্বিক পর্যায়ে উন্নয়নের একটি মডেল। সৌদি যুবরাজ বলেন, সৌদিতে এমন শহর এটাই প্রথম, যা মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে।
এখানে উদ্ভাবন, উদ্যোক্ত এবং ভবিষ্যত মানসম্মত নেতৃত্বকে সহায়তা দেওয়া হবে। এখান থেকে এমন সব সুবিধা দেওয়া হবে, যা আকর্ষণীয় কর্মপরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে।
124 total views, 2 views today