শান্তি রায়চৌধুরী :  রবিবার  ফোর্বস সাময়িকী বিল গেটস সম্বন্ধে যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। সাময়িকীতে বলা হচ্ছে, প্রতিদিন যদি বিল গেটস এক কোটি ডলার করেও খরচ করেন, তাহলে সে টাকা ফুরাতে ৩৭ বছরের বেশি সময় লাগবে। এবার চলুন খাতা-কলম নিয়ে বসে পড়ি, হিসাবটা কষেই ফেলি। আগেই উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নিট সম্পদ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তা ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা।

এবার দেখা যাক পৃথিবীর মোট জনসংখ্যার পরিমাণ।  জাতিসংঘের পপুলেশন ডিভিশনের ওয়েবসাইটে সর্বশেষ ২০১৯ সালের প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে ২০২০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার যে তথ্য দেওয়া আছে তা হল ৭৭৯ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৭২৯ জন। যেহেতু সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য সেটাই, এবার চলুন আমরা তা দিয়েই হিসাবটা তৈরি করি। বিল গেটসের নিট সম্পদের পরিমাণকে পৃথিবীর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ হাজার ৪৮৭ টাকা ৭৮ পয়সা। সুতরাং দেখা যাচ্ছে বিল গেটস তার সব সম্পদ বিলিয়ে দিলে প্রত্যেক মানুষ এই টাকা পাবে। তবে ২০২১ সালে এসে মানুষ যদি কিছুটা বাড়ে তবে সে পরিমাণ আরও কমবে।

Loading