নিজস্ব প্রতিনিধি -বিয়েতে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। এ জন্য তাদের সবার কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। এপর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপর যা করা হয়েছে, এর জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না। পরের ঘটনায় হতবাক হয়ে যান অতিথিরা। বিয়ের কার্ডে লেখা খাবারের মাথাপিছু দাম, যা দেখে চোখ কপালে ওঠে আমন্ত্রিতদের। এমন অভিনব ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নব দম্পতি। এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিট’র একজন ব্যবহারকারী এই ঘটনাটি শেয়ার করেছেন। পরে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বিয়ের ওই আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘আমরা খাবারের খরচের সামর্থ্য রাখতে পারছি না, তাই মাথাপিছু ৯৯ মার্কিন ডলার (৮ হাজার ৫৪৩ টাকা) খরচ করে খেতে হবে।
তবে শিশুদের বিনামূল্যে খাবারের বন্দোবস্ত করা হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই আমন্ত্রণপত্রে টাকার কথা উল্লেখ দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।