নিজস্ব প্রতিনিধি – উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি’র পক্ষ থেকে প্রচার করা ‘জেএএম’-এর অর্থ করেন ‘জে’তে ‘ঝুট’ অর্থাৎ মিথ্যা, ‘এ’তে অহংকার এবং ‘এম’তে মুল্যস্ফীতি। যার জবাব বিজেপিকে দিতে হবে।তিনি গত রবিবার কুশীনগরে এক সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্য করেন।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী এক ‘জেম’ (জে-এ-এম) নিয়ে এসেছেন। অর্থাৎ, জে-তে জনধন ব্যাঙ্ক একাউন্ট, এ-তে আধার কার্ড এবং এম-তে প্রত্যেকের মোবাইল। কিন্তু সমাজবাদী পার্টির ‘জে-এ-এম’ হল, জিন্নাহ-আজম খান এবং মুখতার আনসারি। আপনারা বলুন বিজেপির ‘জেম’ চাই? না সমাজবাদী পার্টির ‘জেম’ চাই?

Loading