নিজস্ব প্রতিনিধি – শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শিল্পার পোস্ট করা এক বার্তা যেন সেই ইঙ্গিতকে আরো উস্কে দিলো। শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি বইয়ের প্রচ্ছদের ছবি। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’। যেখানে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু অতীতে ফিরে গিয়ে সে সব বদলাতে পারব না। তবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সঙ্গে ভাল ভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে তৈরি করতে পারি।

Loading