নিজস্ব প্রতিনিধি – রাজ্যের তাপমাত্রার পারদ কমছে।  রাত্রির দিকে থাকছে কনকনে শীতের আমেজ। এরমধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। রাতের দিকে কমবে তাপমাত্রার পারদ।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে কমবে তাপমাত্রার পারদ। সকাল এবং রাতে অনুভূত হবে শীত। ভোরের দিকে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। তবে বেলা গড়ালেই পরিষ্কার হবে আকাশ।

Loading