সাপের সাথে তার অনেক দিনের দোস্তি। সাপকে উদ্ধার করা, সাপের বিপদে ছুটে যাওয়া, দেখভাল ও সাপকে খাওয়ানোসহ নানা কারণে স্নেক সেভার হিসেবে পরিচিত ছিলেন বঙ্কিম। তবে তার এই ভালোবাসার দাম দিল না বন্ধু সাপ। বঙ্কিমের সাথে বিশ্বাসঘাতকতা করলো সাপ।

মালদহে বসবাস করেন বঙ্কিম। তার পুরো নাম বঙ্কিম স্বর্ণকার (৩০)। বাড়ি মালদহ’র ইংরেজবাজার থানার শোভানগরের। কোথায় কোনো বাড়িতে বিষধর সাপ দেখা গেলে প্রথমেই ডাক পড়তো স্নেক সেভার বঙ্কিমের।  সে সাপ উদ্ধার করে বন অধিদপ্তরের হাতে তুলে দিতেন বঙ্কিম।

অন্যান্য দিনের মতোই ঠিক গত মঙ্গলবারও পুখুরিয়া এলাকায় বিষধর সাপ ধরতে যান বঙ্কিম স্বর্ণকার। এদিন সেখানে সাপ ধরতে গিয়ে সেই সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। লেজ ধরে সাপটিকে তুলে ধরতেই সাপটি কামড়ে ধরে বঙ্কিমের হাঁটুতে। এমনভাবে কামড়ে দিয়েছিল যে লেজ ধরে টেনেও ছাড়াতে পারেনি বঙ্কিম। বসিয়ে দেয় বিষদাঁত।

সেখান থেকে বঙ্কিমকে  দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে  মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত বন্ধু সাপের বিশ্বাসঘাতকতায় প্রাণ দিল বঙ্কিম।

 122 total views,  2 views today