শান্তি রায়চৌধুরী:  ভারতীয় প্যাডলার ভাবিনাবেন প্যাটেল শুক্রবার  প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারালিম্পিক্সের সেমিফাইনালে উঠেই ইতিহাস তৈরি করেছিলেন। শনিবার  টেবিল টেনিস ক্লাস ৪ বিভাগের বিশ্বের তিন নম্বর, চিনের মিয়াও জাং-কে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। দেশের জন্য রুপো জিতে প্যারালিম্পিকসে ইতিহাস গড়েছেন ভাবিনাবেন প্যাটেল৷ তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ একাধিক ব্যক্তিত্ব। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি লিটল মাস্টার সচিন তেন্ডুলকরও তাঁর জয়ে আপ্লুত হয়ে টুইট করেছেন।

Loading