নিজস্ব প্রতিনিধি – পৃথিবীর চারপাশে ঘুরপাক খাচ্ছে রহস্যময় এক বস্তু। যদিও এটি গ্রহাণু নাকি ধূমকেতু তা নিয়ে বিজ্ঞানীদের মনে রহস্যের জন্ম দিয়েছে। কেউ বলছেন, এর লেজের অংশ থেকে ধূমকেতুর লেজ বলে মনে হচ্ছে। আবার কারও মতে, এটি মূল গ্রহাণু থেকে ছিটকে বের হওয়া আরও একটি গ্রহাণু। অনেকেই মনে করছেন, মহাকাশে সেফ ধুলার স্তর ছাড়া তা আর কিছুই নয়। ফলে নতুন মহাজাগতিক বস্তু ‘২০০৫ কিউএন১৭৩’কে নিয়ে গবেষণা এখন তুঙ্গে। তবে চলতি বছরই শুধু নয় ২০০৫ সাল থেকে এ রহস্যময় গ্রহাণু-ধূমকেতুর মধ্যবর্তী বস্তুটি বিজ্ঞানীদের বেশ ধাঁধায় ফেলেছিল। তার গতিবিধি মোটেই বুঝে উঠতে পারছিলেন না তারা। তার ওপর মঙ্গল, বৃহস্পতিদের কেন্দ্র করে ঘুরে বেড়ানো গ্রহাণুদের অবস্থান আর ‘২০০৫ কিউএন১৭৩’-এর অবস্থানের তারতম্যই তাদের ভাবিয়ে তুলছিল বেশি।

Loading