শান্তি রায়চৌধুরী : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে গেছে ভারত। আজ সোমবার নামিবিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলেই তারা বিমানে উঠবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরুর পর আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর অনেকেই মন্তব্য করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে এই দুটি ম্যাচ কিনেছে।
এবার সেই সমালোচকদের কঠোর জবাব দিলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। আসলে এত বছর পরে প্রথম জিতেছে তো। কথা বলার একটা ধরন আছে। কিন্তু আমাদের বিপক্ষে, রশিদের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছে। এটা অত্যন্ত নীচ এবং সম্মানহানিকর।
294 total views, 2 views today