শান্তি রায়চৌধুরী:  ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য এবার  মনোনীত করা হয়েছে ১১জন ক্রীড়াবিদকে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটির তরফে ঘোষিত সেই তালিকায় স্থান করে নিয়েছেন টোকিয়ো অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া। এছাড়াও রবি দাহিয়া (কুস্তি), পিআর শ্রীজেশ (হকি), লভলিনা বরগোহাঁই (বক্সিং), সুনীল ছেত্রী (ফুটবল), মিতালি রাজ (ক্রিকেট), প্রমোদ ভগৎ (ব্যাডমিন্টন), সুমিত আনটিল (জ্যাভেলিন), অবনি লেখারা (শুটিং), কৃষ্ণা নগর (ব্যাডমিন্টন), এম নারওয়াল (শুটিং) রয়েছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান প্রাপ্তির তালিকায়। উল্লেখ্য, এই প্রথম খেলরত্ন পুরস্কারের জন্য ১১ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করল ন্যাশনাল স্পোর্টস আওয়ার্ডস কমিটি। গতবছর পাঁচজন ক্রীড়াবিদকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আর এবারই প্রথম কোনও ফুটবলার এই সম্মানে সম্মানিত হতে যাচ্ছেন।

Loading