নিজস্ব প্রতিনিধি – নতুন রূপে সেজে উঠেছে শিল্পা শেটি। তাকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে। নীল শাড়িতে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। তার সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে। শিল্পার মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে। কিছুদিন আগে তার জীবনে এসেছে নানা ঝড় ঝাপটা। তার শিমেরি শাড়িতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। কিছু দিন আগেই পর্ন ছবি বানানোর অপরাধে গ্রেফতার হন শিল্পার স্বামী।

Loading