নিজস্ব প্রতিনিধি – পরিচালক সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে এবার অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগামী বছর মার্চে কলকাতা, দার্জিলিং ও কালিম্পংয়ে ছবিটির দৃশ্যধারণ হবে। ভারতীয় একাধিক গণমাধ্যমকে সুজয় জানিয়েছেন, আসছে নভেম্বর থেকে ছবিটির প্রি-প্রোডাকশন কাজ শুরু করবেন। এর পর আগামী বছর মার্চ মাস থেকে কারিনাকে নিয়ে ছবির দৃশ্যধারণ শুরু করবেন। প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘কাহানি’ নির্মাণ করেন সুজয় ঘোষ, যা বক্স অফিসে দারুণ সফল হয়। এ ছবির মাধ্যমে পরিচালক সুজয় ঘোষ থ্রিলার মাস্টারের খেতাব পান।
118 total views, 2 views today