শান্তি রায়চৌধুরী: আগামী মাসেই নতুনত্বের ছোঁয়া লাগছে শিয়ালদা স্টেশনে। চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন। প্রায় চূড়ান্ত পর্যায়ে স্টেশনের পরিকাঠামো। এখন প্রয়োজন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। বলা যেতে পারে, আর এক মাস বাদেই মেট্রোর হাত ধরেই রূপটাই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের। কাজ প্রায় শেষের দিকে।
মেট্রো রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, স্টেশনের ওপরের গেট থেকে আরম্ভ করে পার্কিং স্পেস, সাজানোর কাজ প্রায় শেষের দিকে। মাটির নীচে এবং ওপরের দু’জায়গার কাজ সমানতালে এগোচ্ছে। ফলে পূর্ব রেলের ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের রূপ তাড়াতাড়ি বদলে যাচ্ছে। রেল সূত্রের খবর, চলতি মাসেই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার শিয়ালদহ স্টেশনটির কাজ দেখতে আসবেন। সূত্রের খবর, সব ঠিক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই শিয়ালদহ স্টেশন মেট্রোর হাতে চলে যাবে।
জেনে রাখুন:
**মাটির ১৬.৫ মিটার নীচ দিয়ে যাচ্ছে মেট্রো লাইন।
**শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, আর অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
**যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। তার মধ্যে শিয়ালদহ দক্ষিণের দিকে থাকা প্রশস্ত জায়গা দিয়ে সহজেই আসা যাওয়া করা যাবে।
**স্টেশনে থাকছে মোট ১৮টি এসক্যালেটর ও ২৭টি টিকিট কাউন্টার।
*এছাড়া যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। যেহেতু বহু যাত্রী ওঠানামা করবেন তাই আইল্যান্ড প্ল্যাটফর্ম রাখা হয়েছে।