নিজস্ব প্রতিনিধি – স্বস্তির খবর। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮,৫৯১ জন। মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৪,৮৪৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৬,৫৯৫। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩২,৩৬,৯২১। মৃত্যু হয়েছে ৪,৪২,৬৫৫ জনের। সুস্থ হয়েছেন ৩,২৪,০৯,৩৪৫ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,৮৪,৯২১।