নিজস্ব প্রতিনিধি – দুয়ারে দুয়ারে রেশন চালু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। ১৬ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। এ নিয়ে সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশও করেছে রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে গোটা রাজ্যে দুয়ারে রেশন চালু হয়ে যাবে। খাদ্য দফতর সূত্রের খবর, ডিলারদের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার বৈঠকও করা হয়েছে। অতিরিক্ত কমিশন দেওয়ার গিদারী ডিলারদের ছিল তা মেনে নিয়েছে রাজ্য। রেশনসামগ্রী বিতরণের জন্য ইতিমধ্যে অতিরিক্ত কমিশন দেওয়ার কথা জানিয়ে আদেশনামাও প্রকাশ করা হয়েছে। এমনকি, রেশনের সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছনোর জন্য যে তিন-চার চাকার গাড়ি কিনতে লাগবে তার জন্য ডিলারদের ভর্তুকিও দেওয়া হবে। এ ক্ষেত্রে গাড়ির দামের (এক্স-শো’রুম) ২০% বা সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাবে ডিলাররা।