নিজস্ব প্রতিনিধি –  ছত্রিশগড় রাজ্যে ভয়াবহ ঘটনা ঘটল। রাজ্যের যশপুরে দুর্গা প্রতিমা বিসর্জন চলাকালে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। কেউ বুঝে ওঠার আগেই ২০ জনকে পিষে দেয় গাড়িটি। এ ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ঘটনার পরেই উত্তেজিত জনতা ওই গাড়িটির ওপর চড়াও হয়। এমনকি গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে।

জানা গেছে, শুক্রবার যশপুরে স্থানীয় একটি দুর্গাপূজার বিসর্জনের আয়োজন করা হয়েছিল। বিসর্জনের মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি লাল গাড়ি বেপরোয়াভাবে এগিয়ে আসছে। একবারে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গাড়িটি মিছিলে থাকা সাধারণ মানুষকে ধাক্কা মারে।

Loading