নিজস্ব প্রতিনিধি – দুর্গাপূজার সাজে নুসরাত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একাধিক ছবি তুলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। সেখানে কেউ যেমন অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, তেমনই অনেকে সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নবমী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ছবিতে নুসরাতকে গাঢ় ফিরোজা রঙের শাড়ি পরা অবস্থায় দেখা যায়। হাতে শাঁখা-পলা, কপালে লাল টিপ। এই ছবির কমেন্ট বক্সে দেখা গেছে, সমালোচনাকারীরা নুসরাতের ধর্ম সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। একজন তো বলেই বসেছেন, মুসলমান হয়ে এই অবস্থা! কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী নুসরাত।

Loading